🥂নাইজেরিয়ার উত্তর-পূর্ব তারাবা রাজ্যের একটি বারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ৩ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। খবর বিবিসি
দেশটির পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজ্যটির রাজধানী জালিঙ্গোর বাইরে আইওয়ার গ্রামে জনপ্র✃িয় একটি বারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তারাবা রাজ্য পুলিশের মুখপা🦩ত্র উসমান আব্দুল্লাহির বরাতে প্রতিবেদনে জানা যায়, নাইজেরিয়ার অপরাধপ্রবণ রাজ্য হলো তারাবা। সেখানে প্রায়ই ঘটে ডাকাতির ঘটনা। অপরাধী চক্র গ্রামে হামলা চালিয়ে স্থানীয়দের হত্যা, অপহরণ ও মুক্তিপণ দাবি করে, এমনকি 🍨বাড়ি ঘরে লুটপাট চালায়।
তবে বারে ঘটে যাওয়া এই বিস্ফোরণ কারা ঘটিয়েছে,তা এখনো জানা যায়নি। বিস্ফোরকটি এখনো ♎শনাক্ত করা যায়নি এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান এই মুখপাত্র। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই হামলার জন্য ডাকাতরাই দায়ী।
এদিকে এএফপির প্রতিবেদনে জানা যায়, খিলাফত প্রতিষ্ঠার জন্য নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ১২ বছর ধরে বিদ্রোহী জিহাদি দলগুলো লড়াই চালিয়ে যাচ্ছে। এই দলগুলো বিস্ফোরক এবং বন্দুক হামলা করে থাকে।