পোল্যান্ডে বহিষ্কার হচ্ছেন রাশিয়ার ৪৫ কূটনীতিক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৭:১৮ পিএম

গুপ্তচরবত্তির অভিযোগ এনে রাশিয়ার ৪৫ কূটনীতিককে বহিষ্কার করতে যাচ🙈্ছে পোল্যান্ড। রুশ কূটনীতিকদের বহিষ্কার করতে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে দেশটির অভ্যন্তরীণ নির🅺াপত্তা সংস্থা (আইএসএ)।

বুধবার (২৩ মার্চ) এক বিবৃতিতে আইএসএ বিষয়টি নিশ্চিত ক♕রেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে পলিশ অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (আইএসএ) বিবৃতিতে জানায়, রুশ কূটনীতিকদের বহিষ্কার করতে পোল্যান্ডের প♈ররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করা হয়েছে। তাদের গোপন কার্য🐼কলাপের প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

এছাড়া পোল্যান্ড প্রজাতন্ত্র ও তার ম🔥িত্রদের প্রতি রাশিয়ার নীতি এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের কারণে কূটনীতিকদের বহিষ্কার করা হচ্ছে বলে সংস্থাটি♎ দাবি করছে।

রুশ কর্তৃপক্ষ বলছে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে নিযুক্ত রাশিয়ার রাষ্ܫট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কো এ বিষয়ে প্রত্যাশিত জবাব দেবে।

এর ๊আগে ১৭ মার্চ রাশিয়ার জন্য গ🍸ুপ্তচরবৃত্তির সন্দেহে একজনকে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী।