ঘূর্ণিঝড় ইউনিসে বিপর্যস্ত ইউরোপ, নিহত ৯

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৯:৫১ এএম

প্রশান্ত মহাসাগরীয় ঝড় ইউন🍒িস তাণ্ডব চালাচ্ছে ইউরোপজুড়ে। স্থানীয় সময় শুক্রবার উত্তর-পশ্চিম ইউরোপে রেকর্ড ১২২ মাইল বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি।

ঝড়ের প্রকোপে ১০ হাজারের বꦑেশি ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে রয়টার্স।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানায়, প্রশান্ত মহাসাগরের কেন্দ্র থেকে উৎপ💞ন্ন হওয়ার পর পর্তুগালের আজোরস হয়ে যুক্তরাজ্যের দিকে ধেয়ে আসে ঝড়টি। এতে শত শত ম🦩ানুষের জীবন হুমকির মুখে পড়েছে।

শুক্রবার ঝড়টি পশ্চিম যুক্তরাজ্𓂃যের কর্নওযܫ়ালে আঘাত হানে। এ সময় বাতাসের তোড়ে অনেক ঘরবাড়ির ছাদ উড়ে যায়। উপকূলে আছড়ে পড়ে প্রবল গতির ঢেউ।

লন্ডনে একটি চলন্ত গাড়ির ♒ওপর গাছ উপড়ে পড়ায় এক নারী নিহত হয়েছেন। লিভারপুলে আরেকটি গাড়িতে থাকা এক ব্যক্তি ঝড়ের সময় ছিটকে আসা গাছের গুঁড়ির আঘাতে মারা যান। হ্যাম্পশায়ার💝ের দক্ষিণ ইংলিশ কাউন্টিতে গাছের সঙ্গে গাড়ির সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া নেদারল্যান্ডস⛎ে গাছ উপড়ে পড়ে চারজন নি𝔉হত হয়েছেন। বেলজিয়ামেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে ঝড়ের সময় নৌকা উল্টে একজন ব্রিটিশ নাগরিক পানিতে পড়ে মারা যান।