ইউরোপে নববর্ষের আতশবাজিতে নিহত ৩, আহত শতাধিক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০১:৪৮ পিএম

নিষেধাজ্ঞা সত্ত্বেও নববর্ষ উদযাপনে আতশবাজির ব্যবহার দেখা গেছে ইউরোপের সব দেশেই। আত🍃শবাজি থেকে সৃষ্ট দুর্ঘটনায় হতাহত হয়েছেন অনেকে।

বিবিসি জানায়, নববর্ষের উদযাপনে এ পর্যন্ত অন্তত༒ ৩ জন নিহতের খবর পাওয়া গে🐲ছে। আহত হয়েছে শতাধিক মানুষ।

এদের মধ্যে নেদারল্যান্ডসে থার্টি ফারস্ট নাইটে প্রতিবেশীর নিজের তৈরি বাꦦজি ফুটানোর সময় ১২ বছর বয়সী এক বালক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন। এ ঘটনায় একজ🌼নকে গ্রেফতার করেছে পুলিশ।

নಌেদারল্যান্ডসের স্থানীয় সংবাদমাধ্যম ড💃ি টেলিগ্রাফের মতে, দেশটিতে আতশবাজিতে কমপক্ষে ৮০ জন আহত হয়েছে। বিস্ফোরণে হাত-পা হারিয়েছেন তাদের অনেকেই।

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর হেনেফে নববর্ষের প্রাক্কালে আতশবাজির বিস্ফোরণে ৩৭ বছর বয়সী ব্𒈔যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ। জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানায়, দেশটিতে এ ধরনের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

নেদারল্যান্ডস ও জার্মানি দুই দেশেই নববর্ষের🌼 সময় আতশবাজি বিক্রি নিষিদ্ধ ছিল। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও, দুই দেশেরই লোকজন সীমান্ত অতিক্রম করে আতশবাজি কিনে আনে। অনেকে ঘরে বসে নিজেরাই সেসব তৈরি🔯 করেছেন।

এছাড়াও অস্ট্রিয়াতেও কয়েকটি দুর্ঘটনায় আহন হন অনেকে। এর মধ্যে 🐻অবিস্ফোরিত ভেবে আতশবাজির কাছে গিয়ে বিস্ফ✃োরণে নিহত হয় ২৩ বছরের এক যুবক।

ডাচ কর্মকর্তারা মনে করছেন, করোনা 🌞সংক্রমণের মাঝে আতশবাজিতে হতাহ🗹তরা হাসপাতালগুলোতে বাড়তি রোগীর চাপ সৃষ্টি করবে।