রমজানে হজমের সমস্যা দূর করুন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০৪:৫৫ পিএম

সারাদিন রোজা রাখার পর ইফতার করলেই পেট কেমন যেন ফেপে উঠ♎ে। খাবার ঠিকমতো হজম না হলেই এই সমস্যা দেখা যায়। স্বাস্থ্যকর খাবার না খাওয়া বা অতিরিক্ত খাওয়ার কারণে এমনটা হতে পারে। হজম প্রক্𝄹রিয়া ঠিকমতো না হলে সারাদিন অস্বস্তিবোধ হয়। শরীরও দুর্বল লাগে। রমজানে দীর্ঘ সময় পেট খালি থাকে। তাই খাওয়া-দাওয়া নিয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। এই সময় হজমের সমস্যা হলে কী করা যেতে পারে তা নিয়েই থাকছে এই আয়োজন_

  • বিশেষজ্ঞরা বলছেন, শরীর যেটা হজম করতে পারে সেটাই খাওয়া উচিত। নির্দিষ্ট খাবারের বাইরে গেলেই হজম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। সাধারণ সহজে হজম যোগ্য খাবার খাওয়াই শরীরের জন্য ভালো। দৈহিক ওজন ও বৈশিষ্ট্য অনুযায়ী হজম উপযোগী খাবার খেতে হবে।
  • ইফতারে ভাজা খাবার এড়িয়ে চলাই ভালো। এটি হজমে সময় বেশি নেয়। তরল ও স্বাস্থ্যকর খাবারে জোর বেশি দিন।
  • রোজ রেখে ব্যায়াম না করাই ভালো। তবে সম্ভব হলে হালকা ব্যায়াম প্রতিদিন ১০ মিনিট করতে পারেন। এতে হার্ট ও লাংসের সুস্থতা নিশ্চিত হবে। খাবার হজমও ভালো হবে।
  • খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পানি খাবেন না। ২০ মিনিট পর ভরপেট পানি খেতে পারেন। এতে হজম প্রক্রিয়ায় সহায়তা হবে।
  • ইফতার ও সাহরির খাবারের তালিকায় স্বাস্থ্যকর কি খাবার থাকছে প্রতিদিন তা খেয়াল রাখুন। ভারি খাবার এই সময় কম খাওয়াই ভালো। বিশেষ করে সাহরিতে ভারি খাবার খেয়েই ঘুমিয়ে পড়লে খাবার হজমে সমস্যা হয়।
  • বেশি লবণযুক্ত খাবারে শরীরের সমস্যা দেখা দিতে পারে। রান্নায়ও অতিরিক্ত লবণ ব্যবহার করবেন না। 
  • দুধজাতীয় খাবার সব কিছুর সঙ্গে খাওয়া যায় না। মনে রাখবেন, ঝাল টক স্বাদের খাবার কিংবা ফল দুধের সঙ্গে না খাওয়াই ভালো। এতে হজমের সমস্যা হয়। 
  • খাবার খাওয়ার পর ১০ মিনিট হাটার অভ্যাস করুন। এতে অস্বস্তিবোধ কমবে এবং খাবার দ্রুত হজম হবে।