সন্দেহপ্রবণতা কমিয়ে দিতে পারে আয়ু!

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ১১:৫১ এএম

আমাদের চারপাশে সন্দেহপ্রবণ মানুষের কমতি নেই। এমন আনেক মানুষ আছেন, যারা অহেতুক সন্দেহ পোষণ করে। যেকোনো ভালোবাসার সম্পর্কে ‘সন্দেহ’ শব্দটা বে♒শি দেখা যায়। ভালোবাসায় অনুরাগী মানুষগুলো একে অপরকে হারানোর ভয়ে অনেক সময় অতিরিক্ত সন্দেহপরায়ণ হয়ে পড়ে।  

তবে প্রেমের সম্পর্ক বা সম্পর্ক-বহির্ভূত বিভিন্ন বিষয় নিয়ে অনেকেই সন্দেহপ্রবণতায় ভুগে থাকেন। এর ফলে মানসিক স্বাস্থ্যের ওপরেও এর ক্ষতিকর প্রভাব পড়ে। সন্দেহের ফলে সম্পর্কে দূরত্ব তৈরি হয় তা, এমনকি বিচ্ছেদও ঘটাতে পারে। সন্দেহের জেরে কি শুধু সম্পর্কের 𒁃অবনতি ঘটে, বিষয়টি তেমন নয়। গবেষণা বলছে, সন্দেহপ্রবণ মানুষের আয়ুও অনেক কম হয়।

সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির কয়েকজন গবেষক বেশ কয়েক মাস প্রায় ২৪ হাজার মানুষের ওপর একটি সমীক্ষা চালিয়ে এই তথ্য দিয়েছেন। সমীক্ষা বলছে, প্রায় ৫৮ শতাংশ মানুষের মধ্যে সন্দে❀হপ্রবণতা প্রবল। সনꦛ্দেহপ্রবণতা যে শুধু মনের ওপর প্রভাব ফেলে তা নয়, শরীরেও ওপরেও এর ক্ষতিকর প্রভাব পড়ে। এই সন্দেহ বাতিকের কারণে কমতে পারে আয়ু।

অতিরিক্ত মাত্রায় সন্দেহ হৃদ্‌যন্ত্রের ওপর ক্ষতিকর প্রভ𝔍াব ফেলতে পারে। ফলে আয়ু কমে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।

এই সমীক্ষা থেকে উঠে এসেছে আরও কয়েকটি বিষয়। বয়স বাড়তে থাকলে বেশির ভাগ মানুষের সন্দেহের প্রবণতা একটু একটু করে কমতে থাকে। কম বয়সীদের মধ্যে সন্দেহপ্রবণতার পরিমাণ 🎀অনেকটাই বেশি।

সূত্র: আনন্দবাজার