বুবলীর নতুন ছবি ‘কয়লা’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০১:৪৯ পিএম

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শবনম বুবলী। সাইফ চন্দন পরিচালিত ‘কয়লা’ সিনেমায় অভিনয় করবেন তিনি। এতে চমক জাগানিয়ে একটি চরিত্রে অভিনয় করতে দেখা য🔜াবে তাকে। ইতোমধ্যে অভিনয়ের আগে চুক্তি স্বাক্ষর করেন এ নায়িক✅া।

সাইফ চন্দন বলেন, “যশোর সমীমান্তের কাছে একটি কয়লা খনির দখলদারিত্ব নিয়ে এই ▨সিনেমার গল্প। যেখানে🧔 থাকবে মানুষের অন্তঃদহনের বিষয়ও। আমার মনে হয়েছে এই চরিত্রের সঙ্গে বুবলী সবচেয়ে মানানসই। তাই তাকে নেওয়া।”

তিনি জানান, এই সিনেমায় মায়া চরিত্রে অভিনয় করবেন বুবলী। খুব শিগগিরই 📖নায়কের ♋নামও ঘোষণা করা হবে।

অন্যদিকে বুবলী বলেন, “এই সিনেমার গল্পটি আমার কাছে দারুণ লেগেছে। আর তাই অভিনয়ꦗ করতে রাজি হয়েছে। চরিত্রটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমার বিশ্বাস ভালোভাবে চ𒊎রিত্রটি ফুটিয়ে তুলতে পারলে দর্শক পছন্দ করবেন। আমি সেরা চেষ্টাটাই করব।”

খুব শিগগিরই &ls🦹quo;কয়লা’র শুটিং শুর🎐ু হবে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমার অন্য চরিত্রগুলোও চূড়ান্ত করা হবে এরমধ্যে।