হায়দার-মিরাজের ‘বিজয় উল্লাস’ দেখল ৯ লাখ দর্শক

মো. বাবুল প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৪:৪৬ পিএম
শিল্পী মিরাজ খান ও হায়দার হোসেন। ছবি: শিল্পী মিরাজ খানের সৌজন্যে

প্রকাশের মাত্র ৬দিনে ‘বিজয় উল্লাস’গানটি দেখল প্রায় ৯ লাখ দর্শক। বৃহস্পতিবার (২🍸২ আগস্ট)  অনলাইন টেলিভিশন এম ই টিভি গানটি প্রকাশ করেছে। গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন ও মিরাজ খান। ইতোমধ্যে প্রশংসায় ভাসছে গানটি। ‘বিজয় উল্লাস’ গানটির কথা ও সুর করেছেন হায়দার হোসেন। ভাইরাল এই গানটির সংগীত পরিচালনা করেছে꧒ন ফুয়াদ নাসের বাবু।

‘বিজয় উল্লাস’ নিয়ে শিল্পী হায়দার হোসেন বলেন, ‘অনেক জীবনের বিনিময়ে নতুন দেশ পেয়েছে ছাত্র-জনতা। শাসকের༒ সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনে আজ আমরা  উচ্ছ্বসিত। তবে আমাদের মনে রাখতে হবে দেশ নিয়ে যে উল্লাস, আনন্দ চলছে এই আনন্দকে ধরে রাখতে হব🍌ে। এই আনন্দকে ধরে রাখতে আমাদের অনেক কাজ এখনো বাকি ।

‘বিজয় উল্লাস’ গাཧনটি সে কথাই বলছে। এতো অল্প সময়ে এতো লোক🍌 গানটি দেখবে ভাবতেও পারিনি। দেশের জন্য শুভ কামনা, দেশের মানুষের জন্য ভালোবাসা।’

চার দশকের বেশি সময় ধরে গান করছেন হায়দার হোসেন। এবার প🧸্রথমবারেরমতো শিল্পী মিরাজের সঙ্গে গেয়েছেন ‘বিজয় উল্লাস’।

গানটি নিয়ে ‘সংবাদ প্রকাশ’কে মিরাজ খান 🍬বলেন, “আমি খুবই আনন্দিত গানটিতে ব্যাপক সারা পাচ্ছি, মাত্র ৬দিনে ৯ লাখ লোক গানটি দেখছে, এটা আনন্দের খবর। গানটি যাদের মন ছুঁয়েছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

‘আমি ফাইসা গেছি’ গান দিয়ে জনপ্র💯িয়তা পাওয়া শিল্পী হায়দার হোসেন একাধারে গীতিকার, সুরকার, গিটারবাদক ও কী-বোর্ড বাদক। তার গাওয়া ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ ও ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’ গানগুলোও সমান জনপ্রিয়।