মুখ্যমন্ত্রীর অভিযোগে মুখ খুললেন আল্লু অর্জুন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৫:২৯ পিএম
সংবাদ সম্মেলন কথা বলছেন আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভার🉐তীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তি পেয়েছে ৫ ডিসেম্বর। সুকুমার পরিচা🤪লিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি বক্স অফিসসহ দেশে-বিদেশে ঝড় তুলেছে। মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও কেড়ে নিয়েছে ‘পুস্পা টু’। ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড।

সম্প্রতি আল্লু অর্জুন গ্রেপ্তার হওয়ায় হাইপ আরো বেড়ে যায়। 👍বক্স অফিসে সিনেমাট൩ির দাপুটে অভিযান এখনো চলমান।

এরই মধ্যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এবং বিধায়ক𒊎 আকবরউদ্দিন ওয়াইসি বিধানসভায় আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। পুষ্পা টু-এর প্রিমিয়𒀰িারে পদপিষ্ট হয়ে নারী ভক্তের নিহতের ঘটনায় সরাসরি অভিনেতাকে দায়ী করেছেন তারা।

তারা অভিযোগে বলেছেন, সন্ধ্যা থিয়েটারের প্রিমিয়ার উপলক্ষ্যে জমায়েতের মধ্যে এক মহিলা পদপিষ্ট হয়ে মার𒁏া যান এবং তার সন্তান গুরুতর আহত হন। এই ঘটনা শোনার পর আল্লু নাকি তার দিকে একবার চেয়ে মুচকি হ𝓀েসে বলেছিলেন, ‘যে এবার ছবি সত্যিই হিট হবে।’

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, কোনোরকম পুলিশি অনুমতি ছাড়াই আল্লু অর্💦জুন সেই রোড শো করেছেন। এমনকী এই ঘটনায় অভিনয়শিল্পীদের 🔯আল্লুর পাশে দাঁড়ানোয় কঠোর সমালোচনা করেছেন তিনি।

মুখ𒊎্যমন্ত্রীর এমন অভিযোগে মুখ খুলেছেন নায়ক। শনিবার রাতে জুবিলি হিলসের বাড়িতে আল্লু অর্জুন সংবাদ সম্মেলন করেছেন। যেখানে তিনি দাবি করেন, নারী ভক্তের মৃত্যুর ঘটনায় এমন কোনো মন্তব্যই করেননি তিনি।

আল্লু অর্জুন বল🎐েন, ‘প্রেক্ষাগৃহ আমার কাছে মন্দিরের মতো। তাই এরকম ঘটনা আমাকে কষ্ট দেয়। কিন্তু এই বিষয়ে প্রচুর ভুল তথ্য রয়েছে, বেশ কিছু বিষয়ে ভুল তথ্য প্রচারিত হচ্ছে। আমি অত্যন্ত অপমানিতবোধ করছি। আর এটা তো স্পষ্ট চরিত্র হননের চেষ্টা। আমাকে মানুষ ২০ বছর ধরে চেনেন, আমি কি এরকম কথা বলতে পারি? আমি তো নিজের কাজেও যেতে পারছি না।’

এই নায়ক আরও বলেন, বিগত ২০ বছরে এরকম কোনো ঘটনা ঘটেনি, আমি প্রেক্ষাগৃহে যাওয়ার কথা ভাবলে এতটাও𒀰 অসচেতন💛 হই না।

কীভাবে এত জমায়েত হল? এর উত্তর আল্লু বলেন, ‘পুলিশের সঙ্গে এর আগেই প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের কথা হয়েছিল। কোনো রোড শো করিনি আমি। শুধু আমার গা🦋ড়ি থেকে বেরিয়ে অনুরাগীদের হাত নেড়ে বলতে চেয়েছিলাম, তারা যেন রাস্তা ছেড়ে দেয়। যেকোনও রাজনৈতিক নেতা এই কাজ ⛦করে থাকেন।’

আহত ছেলেটিকে কেন দেখতে যাননি সেই কারণও ব্যাখ্যা করেছেন অভিনেতা। আল্লু জানান, আইনি জটিলতায় এতটাই জর্জরিত ছিলেন যে যাওয়া সম্ভব হয়নি।
অভিনেতা বলেন, ‘আমার জিবনের খুব দুর্দশার প💞রিস্থিতি এটি। নিজেরও একই বয়সের সন্তান রয়েছে, আমিও একজন পিতা। সন্তানের এই অবস্থায় বাবার মনে কি চলতে পারে, সেﷺটা স্পষ্টই বুঝি।’

আল্লু জানান, আহত ছেলেটির জন্য একটি ফিক্সড ড🧸িপোজিট অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা রয়েছে।