টিএসসিতে সাম্প্রদায়িক ‍‍‘সহিংসতা বিরোধী কনসার্ট’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০১:১৯ পিএম

দেশে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে &𓂃lsquo;সহিংসতা বিরোধী কনস🍸ার্ট’এর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ 🐬অক্টোবর) বিকেল ৩💟টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এই কনসার্ট শুরু হয়েছে।

‘আক্রান্ত মানুষ, রক্তাক্ত দেশ, এ মাটির কসম রুখবোই বিদ্বেষ’-এই স্লোগানে কনসার্টটির আয়োজন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক🌺 ও বর্তমান শিক্ষার্থীরা। গান, নৃত্য, কবিতার মধ্য দিয়ে জানানো হবে সহিংসতার&n🌼bsp;প্রতিবাদ।

সচেতনতামূলক এই কনসার্টে দেশের নামকরা ব্যান্ডগুলো অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছে ব্যানﷺ্ডদল শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিক🐭, অসৃক, অর্জন ও বুনোফুল।

পাশাপাশি কনসার্টে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। একক শিল্পীদের মধ্যে অংশ নিচ্ছেন জয় শাহরিয়ার, তুহিন কান্তি ꦯদাস, সাহস  মোস্তাফিজ, লালন মাহমুদ, তন্ময়, রাহিম, অর্ঘ, অর্চন, 🌠উদয়, অপু, উপায় এবং অনিন্দ্য।