তিন সপ্তাহ পর জানা গেল মা হয়েছেন শখ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৩:৪২ পিএম

কন্যাসন্তানের মা হলেন মডেল ও অভিনেত্রী আনিকা কবীর শখ। গত ২৩ সেপ্টেম্বর তার কোলজুড়ে আসে কন্যাসন্তান। কিন্তু তখন তাদের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তিন সপ্তাহ পর 🐼খবরটি প্রকাশ্যে এনেছেন শখের স্বামী আ🌳তিকুর রহমান জন।

তিনি জানান, রাজধানীর🌠 ইউনাইটেড হাসপাতালে সন্তান প্রসব করেছেন শখ। এখনো পর্যন্ত নবজাতক এবং শখ দু’জনেই সুস্থ আছেন। ইতোমধ্যে মেয়ের নামও রেখে ফেলেছেন এ দম্পতি। সেটা হলো আনাহিতা রহমান আলিফ। সন্তানের জন্য সবার কাছে দোয়🔯া চেয়েছেন অভিনেত্রী।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর মা হওয়ার খবর দেন শখ। সে সময় তিনি বলেছিলেন, “নতুন আগামীর অপেক্ষায় আছি। তাই দোয়া চাই সবার। এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। আমাকে এই দীর্ঘস🃏ময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে।”

২০২০ সালের ১২ মে আতিক꧟ুর রহমান জনকে বিয়ে করেন শখ। জন পেশায় ব্যবসায়ী, বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। এতদিন সেখানেই বসবাস করেছেন তারা। অবশ্য রাজধানীর উত্তরায়ও তাদের বাসা আছে বলে জ♓ানা গেছে।

এর আগে ২০১৫ সালে🌼র ৭ জানুয়ারি মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেছিলেন শখ। কিন্তু বিয়ের দুই বছরের মধ꧑্যে তাদের সেই সংসার ভেঙে যায়। এরপর অনেকদিন একাই ছিলেন এই অভিনেত্রী।