সবাইকে জানান দিয়ে ই-কমার্স প্রতিষ্ঠান ‘শ্রেষ্ঠ&rsquo🐈;র জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন চিত্রনায়ক নিরব হোসাইন।
গেল ১ আগস্ট তিনি যোগ দিয়েছিলেন 🐼প্রতিষ্ঠানটিতে। জানিয়েছিলেন, অভিনয়ের পাশাপ🌺াশি তিনি যথাযথভাবে চাকরি করে যাবেন। কিন্তু দুই মাস না যেতেই তিনি পদত্যাগ করলেন। সোমবার (১১ অক্টোবর) তিনি চাকরিটি ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন।
সম্প্রতি প্রতারণার অভিযোগে কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের কর্ণধারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কি✤উকম নামের এটি ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকায় গ্রেপ্তার হয়েছেন আর জে নিরব। এছাড়া সিআইডি জানিয়েছে, ইভ♋্যালি-কাণ্ডে দায় থাকলে তাহসান খান ও শবনম ফারিয়াকেও আইনের আওতায় আনা হবে।
এমন পরিস্থিতি ভয়ে চাকরিটি ছেড়েছেন কি না—জানতে চাইলে নিরব বলেন, “ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এগুলোর শুটিং টানা করতে হবে। পাশাপাশি সামনে আমার কয়েকটি সিনেমা মুক্তি পাবে। সেগুলোর প্রচারণাতেও অংশ নিতে হবে। তাই চাকরিটা কন্টিনিউ করা স⛎ম্ভব হচ্ছে না। নিজ থেকেই চাকরিটা ছেড়ে দিয়েছি।”
প্রতারণা ও বিভিন্ন মামলায় ই-কমার্🐓স নিয়ে সাধারণ মানুষের মধ্যেও বিরূপ ধারণা তৈরি হয়েছে। সেটাকেও 💝গুরুত্ব দিচ্ছেন এই চিত্রনায়ক।