অ্যাপসা অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন বাঁধন

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০১:০২ পিএম

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেꦦন আজমেরি হক বাঁধন। &🐈lsquo;রেহানা মরিয়ম নূর’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি এই মনোনয়ন পেয়েছেন।

তবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে তাকে লড়াই করতে হবে অন্যান্য দেশের নামজাদা অভিনেত্রীদের সঙ্গে। বাঁধনের প্রতিদ্বন্দ্বীꩲ অস্ট্রেলিয়ার লিয়া পারসেল (দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন), নিউজিল্যান্ডের এসি ডেভিস (দ্য জাস্টিস অব বানি কিং), ইসরায়েলের আলেনা ওয়াইভি (এশিয়া) এবং রাশিয়ার ভ্যালেন্টিনা রোমানোভা-চিস্কাইরি (পুগায়া)।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের 💙গোল্ড কোস্ট শহরে আগামী ১১ নভেম্বর বিজয়ীদের তালিকা ঘোষণা করা হবে। এবার বসবে অ্যাপসা’র ১৪তম আসর। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় রয়েছে।

সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত বাঁধন গণমাধ্যমকে বলেন, “অবশ্যই এটಌা আমার জন্য চমক ও আনন্দের ব্যাপার। এরকম একটা মর্যাদাসম্পন্ন অ্যাওয়ার্ডসে মনোনীত হওয়াটাই বড় বিষয়। আমি মনে করি, মনোনয়নটা আব্দুল্লাহ মোহাম্মদ সাদই পেয়েছে। তিনিই আমাকে রেহানা হিসেবে দর্শকদের সামনে যথাযথভাবে উপস্থাপন করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। নিজেকে ধন্যবাদ দিচ♏্ছি, এই দীর্ঘ ধৈর্যের পথে হাঁটতে পেরেছি বলে।”

এদিকে ‘রেহানা মরিয়ম নূর’ দেশের প্রেক্ষাগৃহে অক্টোবরের শেষ সপ্তাহে মুক্তি পাবে। গেল ১৫ সেপ্টে🔯ম্বর সিনেমাটি প্রদর্শনের জন্য সেন্সর ছাড়পত্র পায়।

একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা 🐻মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। ১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।