পাত্রী খুঁজছেন নোবেল

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০৩:৩৭ পিএম

বিতর্কিত গায়ক নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন তার স্ত্রী সালসাবিল। তালাক নোটিশে তিনি নোবেলের 🃏বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও পরকীয়ার অভ꧋িযোগ করেন।

এদিকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আগেই পাত্রী খুঁজছেন নোবেল। পাত্রী চেয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেই পোস্ট দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। যার কমেন্টস বক্সে বেশিরভাগ মতামতই নোবেলকে নিয়ে কটাক🦋্ষ করা।  

এর আগে নোবেল জানিয়েছিলেন, তাকে বিয়ে করা🍸র জন্য মন্ত্রীর মেয়ে বসে আছেন। এরপর তিনি আরও জানান, বাবা-মায়ের পছন্দে বিয়ে করবেন তিনি।

অন্যদিকে সালসাবিলের♑ পাঠানো তালাক ♐নোটিশে স্বাক্ষর করবেন না নোবেল। এমনিতেই তিন মাস পর তাদের ডিভোর্স কার্যকর হয়ে যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্রে পরিচয় হয় মেহরুবা সা🐻লসাবিলের সঙ্গে। ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিলকে বিয়ে করেছিলেন নোবেল। বিয়ের দুই বছর পার না হতেই বিচ্ছেদের পথে হাঁটলেন তারা।