ভালোবেসে বিয়ে করেছিলেন মাঈনুল হাসান নোবেল ও সালসাবিল মাহমুদ। কিন্তু দুই বছর পেরোতেই বিচ্ছেদের পথে হাঁটলেন তারা। শারীরিক নির্যাতন ও পরকীয়ার অভিযোগ এনে গত ১১ সেপ্টেম✅্বর নোব♎েলকে তালাক নোটিশ পাঠিয়েছেন সালসাবিল।
সালসাবিল বলেন, “🍨মারধর ও নির্যাতন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তালাকের নোটিশ পাঠিয়🌌েছি। সে অনেক মেয়ের সঙ্গে মেলামেশা করত। শুরুতে ভেবেছিলাম, ঠিক হয়ে যাবে। অনেক চেষ্টাও করেছিলাম। কিন্তু ঠিক হয়নি।”
এদিক তালাক নোটিশ পেয়ে মোটেই চিন্তিত নন নোবেল। বরং ফের বিয়ের কথাও জানালেন তিনি। নোবেলের ভাষ্য, “সালসাবিল মিথ্যাবাদী। ওর বিষয়ে আমি আর মাথা ঘামাতে চাই না। সে টাকার বিনিময়ে আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে আমার জীবনে এসেছে। ও 🃏চলে যাচ্ছে। আমি আমার জীবন নতুন করে সাজাব। ওর চেয়ে সুন্দরী ও ভালো মেয়ে বিয়ে🔯 করব। এমপি-মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে।”
বিচ্ছেদের কারণ হিসেবে নোবেল বলেছেন, “দুজনের বনিবনা হয় না। সে আমার অনেক বড় ক্ষতি করেছে। আমার কাছে তথ্য আছে, বাংলাদেশের এক সেলিব্রেটি তাকে হায়ার করেছে আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য। বড় এক সেলিব্রেটির হাত💧 রয়েছে𝓡 এর পেছনে।”
মজার ব্যা🔯পার হলো, তার এই বিচ্ছেদ নিয়ে নতুন একটি গান তৈরি করেছেন তিনি। চলতি ম♛াসেই গানটি প্রকাশ করতে চান।
বুধবার দুপুরে নোবেল তার ভেরিফায়⭕েড ফেসবুক পেজে ‘ডিভোর্স’ লিখে স্ট্যাটাস দেন। এরপরই তাদের বিচ্ছেদের বিষয়টি প্রꦚকাশ্যে আসে।