তালাক নোটিশ পেয়েছেন নোবেল, স্বাক্ষর করা নিয়ে দ্বিধায়

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৬:৪৬ পিএম

বিতর্কিত গায়ক নোবেলকে তালাকানামা পাঠিয়েছেন তার স্ত্রী সালসাবিল। শারীরিক নির্যাতন 🎐ও পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগ এনে গায়ক নোবেলকে তা✃লাক নোটিশ পাঠান তিনি।

সালসাবিলের ভাষ্য, “দিনের পর দিন মারধর ও নির্যাতন সহ্য করতে না পেরে গত ১১ সেপ্টেম্বর বাধ্য হয়ে নোবেলকে তালাকের নোটিশ পাঠাই। নোবেল মানসিকভাবে অসুস্থ, চরমভাবে মাদকাসক্ত। সে পরনারীর সঙ্গে মেলামেশা করত। এসবের যথেষ্ট প্রমাণও আমার কাছে আছে। শুরুতে ভেবেছিলাম꧒, ঠিক হয়ে যাবে। অনেক চেষ্টাও করেছিলাম। কিন্তু হয়নি। এসব কারণে তার সঙ্গে সংসার না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিই। আমার পরিবারের কানে এসব খবর গেলে তারাও নোবেলের প্রতি খুব বিরক্ত হয়।”

গত ১১ সেপ্টেম্𓄧বর তাকে নোবেলকে তালাক নোটিশ প🙈াঠানো হয়েছে বলে সালসাবিল জানিয়েছেন। এদিকে নোবেলও সেই নোটিশ পেয়েছেন।

নোবেল বলেন, “আমি তালাকনামা পেয়েছি কিন্তু আমি স্বাক্ষর ক♐রিনি, করব না। এটা তিন মাস পর নিজ থেকেই কার্যকর হবে। বিষয়টি নিয়ে আমি মোটেও বিচল🐟িত নই।”

মঙ্গলবার দুপুরে নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডিভোর্স’ লিখﷺে𝕴 স্ট্যাটাস দেন। এর পরই মূলত সালসাবিলের কাছ থেকে নোবেলকে তালাকনামা পাঠানোর বিষয়টি সবার সামনে আসে।