দেব প্রযোজিত &lsq🌳uo;ককꦍপিট’ সিনেমায় বিশেষ একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। সেখানে দেবের বাবার ভূমিকায় ছিলেন তিনি। এই দুই সুপারস্টারকে ওই কিছু সময়ের জন্য দেখে মন ভরেনি দর্শকের। তবে এবার পুরো ছবি জুড়ে দেখা যাবে তাদের।
এই ছবিটিও প্রযোজনা করছে দেবের প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। ছবির নাম ‘কাছের মানুষ’। ছবিতে দেব ও পꦗ্রসেনজিৎ ছাড়াও দেখা যাবে অভিনেত্রী ইশা সাহাকে। ছবির পরিচালক পথ💃িকৃৎ বসু।
মহালয়ার সকালে ফ্যানেদের সঙ্গে এই সুখবর শেয়ার করেন দেব। এদিন সকালেই এই ছবির অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ্যে আনেন অভিনেতা। পোস্টারে দেখা যাচ্ছে যে, রেললাইনে মুখোমুখি বসে দেব ও প্রসেনজিৎ। একটি ট্রেন এগিয়ে আসছে তাদের দিকে। কিন্তু কেউই রেললাইন থেকে উঠে যাচ্ছেন না। ক্রমশই কি মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছেন তারা। কালো পোশাকে প্রসেনজিতඣের লুক যেন ভেঙে পড়া চিন্তিত এক মানুষের প্রতিচ্ছবি আর উল্টোদিকে দেবের লুক দেখে মনে হচ্ছে যেন কোনও এক প্রশ্নের উত্তরের আশায় প্রসেনজিতের মুখোমুখি সে।