সংসার ভাঙছে গায়ক নোবেলের। আজ মঙ্গলবার ফেই⛄সবুকে ‘ডিভোর্সড’ লিখে পোস্ট দেন। এই পোস্ট থেকে আন্দাজ করা গেছে, আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হতে যাচ্ꦡছে তার।
এদিকে নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ জানিয়েছেন, গত ১১ সেপ্টেম🍃্বর তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে সালসাবিল বলেন, “নোবেল মানসিকভাবে অসুস্থ। চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে ন꧒ির্যাতন করতো; এসবের প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।”
২০১৯ সালꦬের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল। দুই বছর পূর্🐼তির আগেই তাদের বিচ্ছেদ ঘটলো।
ক্যারিয়ারের শুরু থেকে নানা রকম বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েন ২০১৯ সালে ভারতের জি𓆏 বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গ🧸া মা পা’তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল।