৩৬ প্রেক্ষাগৃহে ‘চোখ’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০১:১৮ পিএম

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন চলচ্চিত্র প্রযোজকরা। অনেক প্রযোজক সিনেমা মুক্তির জন্য তোড়জোড় শুরু করে♐ছেন। এরমধ্যে অক্টোবরের প্রথম দিন মুক্তি পাচ্ছে ‘চোখ’ সিনেমাটি। শাপলা মিডিয়া প্রযোজিত আসিফ ইকবাল জুয়েল পরিচালিত সিনেমাꦿটি দেশের ৩৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমনটাই জানানো হয়ে।

প্রযোজক সেলিম খান জানিয়েছেন, ‘চোখ’ মুক্তি পাচ্ছে দেশের ৩৬টি সিনেমা হলে। ঢাকা ও ঢাকার বাইরে একযোগে চলবে শুক্রবার (১ অক্টোবর) থেকে। তিনি বলেন, “সিনেমাটির মুক্তির মাধ্যমে করোনায় অনেকগুলো বন্ধ থাকা সিনেমা হল আবার খুলছে। এটা দেশের সিনেমার জন্য ভালো দিক। আমার প্রযোজ꧅না প্রতিষ্ঠানের আর🌠ও ছবি সামনে মুক্তি পাবে।”

൩‘চোখ’ ছবির চিত্রনাট্য করেছেন অনামিকা মণ্ডল। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিরব, বুবলী🦄, রোশান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। পরিচালক জানান, চোখ রোমান্টিক-থ্রিলার ঘরানার সিনেমাটি।

যেসব সিনেমা হলে চলবে ‘চোখ’—স্টার সিনেপ্লেক্স: বসুন্ধরা সিটি, সনি, ব্লকবাষ্টার সিনেমাস, শ্যামলী, চিত্রামহল, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম, গীত, সৈনিক🎶 ক্লাব, নিউ গুলশান, সেনা অডিটোরিয়াম, চন্দ্রিমা, নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), বর্ষা (গাজীপুর), চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), নন্দিতা (সিলেট), ঝংকার (পাঁচদোনা, নরসিংদী), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), সঙ্গীতা (খুলনা), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), মডার্ন (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), পূরবী (ময়মনসিংহ), সত্যবতী (শেরপুর), শাপলা (রংপুর), চলন্তিকা (গোপালদী, নারায়ণগঞ্জ), পূর্বাশা (শান্তাহার, বগুড়া), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর, টাঙ্গাইল), রাজিয়া(নাগরপুর, টাঙ্গাইল), রুনা (চালাকচর, নরসিংদী), মোহন (হবিগঞ্জ), তামান্না (সৈয়দপুর)।