বড়দিনে ‘৮৩’, মুক্তি পেছাল ‘লাল সিং চাড্ডা’র

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ০২:২৯ পিএম

মুম্বাইয়ে প্রেক্ষাগৃহ খোলার কথা ঘোষণা হতেই, খুশির হাওয়া সিনেমাপ্রেমীদের জন্য। একের পর এক সিনেমা এখন শুধুই মুক্তির অপেক্ষায়। বছর শেষে বড়দিনে মুক্তি 𒀰পেতে চলেছে রণবীর সিংয়ের ‘৮৩’। এদিকে মুক্তির দৌড়ে পিছিয়ে গেল আমির খানের ‘লাল সিং চাড্ডা’।

দীর্ঘদিন বন্ধ 𝔍ছিল শহরের সিনেমা হলগুলো। তবে সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে ঘোষণা করেছেন ২২ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে সিনেমা হল। তারপর থেকেই সিনে মহলেℱ হুড়োহুড়ি পড়ে গেছে কোন সিনেমা কবে রিলিজ হবে। বিশেষ করে বিগ বাজেটের সিনেমাগুলো এতদিন ধরে মুক্তির অপেক্ষায় দিন গুনছিল সেগুলো এক এক করে মুক্তি পাবে।

এদিকে রণবীর সিংয়ের ‘৮৩’ ও বলিউডের মিস্টার পারফেকসানিস্ট আমির খানের ‘লাল সিং চাড্ডা’—দুটোই বিগꦑ বাজেটের সিনেমা। বড়দিনের খুশির হাওয়াতে ‘৮৩’ রিলিজ হলেও, ‘🅰লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে ২০২২ সালের ভালোবাসা দিবসে।

করোনা পরিস্থিতিতে বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হলেও এই সিনেমাগুলো লকডাউন🥀ের পর সিনেমা হলে এই সব ছবি মুক্তি পাবে বলে ঘোষণা করেছিলেন পরিচালক। কবীর খান পরিচালিত ‘৮৩’তে রণবীর সিংকে ক্রিকেটার কপিল দেবের চরিত্রে দেখা যাবে। ১৯৮৩ সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ের গল্প তুলꦆে ধরা হবে এই ছবিতে। দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে এই সিনেমায়। কপিল দেবের স্ত্রী রোমি দেবের চরিত্রে অভিনয় করবেন তিনি।

পাশাপাশি, ‘লাল সিং চাড্ডা’ টম হ্যাংকসের ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক। এই ছবিতে আমির খানের সঙ্গে স্ক্🎐রিন শেয়ার করতে দেখা যাবে করিনা কাপুর, নাগা চৈতন্যকে। ২০২০ সালের বড়দিনে ছবিটি রিলিজ করার কথা ছিল, কিন্তু তা আবারও পিছিয়ে গেল।