জিতের প্রযোজনায় অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ। ছবির নাম ‘আয় খুকু আয়’। এটি পরিচ💯ালনা করবেন সৌরভ কুন্ডু। তবে এই ছবিতে জিৎ অভিনয় করবেন কি না—সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। নভেম্বরে ছবির কাজ শুরু হবে।
ছবির প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, ‘‘সৌভিক একজন দক্ষ পরিচালক। আমার সঙ্গে আগেও কাজ করেছে। দু’তিন মাস আগে আমাকে চিত্রনাট্যটা শোনায়। গল্পটা শুনে আমার মনে হয়েছিল, এই সবে করোনা সামান্য শিথিল হয়েছে। খারাপ সময় কাটিয়েছি আমর🐽া। এই রকম হালকা মেজাজের ছবি হওয়া প্রয়োজন। বাবা মেয়ের সম্পর্কের কথা বলে এই ছবি। আবেগ ও ড্রামা দুটোর মিশেল রয়েছে গল্পে। আপাতত ‘আয় খুকু আয়’— এই নামটাই রাখা হয়েছে। ওয়ার্কিং টাইটেল বলা যেতে পারে। চিত্রনাট্য শোনার পর জানতে পারি জিৎ ছবিটির প্রযোজনা করছে। জিতের জন্য আমার গর্ববোধ হয়। ওর সাফল্যে আমি ভীষণ খুশি।”
ছবি প্রসঙ্গে জিৎ বলেন, “সৌভিকের সঙ্গে বেশ কিছুদিন হল কাজ করছি। বুম্বা𒀰দা যে এই ছবিটা করতে রাজি হয়েছেন, তাতেই আমি আপ্লুত। আমি ও আমার টিম বুম্বাদার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, এটা ভেবেই ভাল লাগছে।ﷺ”
জানা গেছে, বাবা ও মেয়ের গল্পকে কেন্দ্র করে ‘আয় খ🔥ুকু আয়’ সিনেমাটি নির্মিত হবে। যেখানে প্রজেনজিৎকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। জিৎকে সিনেমাটিতে দেখা যাবে জানতে চাইলে পরিচালক সৌভিক কুন্ডু বলেন, “দারুণ একটি ক্যামিও চরিত্র আছে। জিৎদা করলে তো আমি খুবই খুশি হব। তবে তিনি করবেন কিনা সেটি সময় বলে দিবে। এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি।”
‘আয় খুকু আয়’ সিনেমায় প্রসেনজিতের মেয়ের চরিত্রে দেখতে পাওয়া যেতে পারে দিতিপ্রিয়া রায়কে। সঙ্গীত পরিচালক হিসাবে থাকতে পারেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, সিনেমাটোগ্রা🦩ফার ইন্দ্রনীল মুখোপাধ্যায়।