দর্শক সারিতে বসে সিনেমা দেখবেন মাহি-আদর

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ০৪:০৮ পিএম

সম্প্রতি মুক্তি পেয়েছে  চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক আদর আজাদ অভিনীত সিনেমা ‘যাও পাখি বলো তারে’। শুক্রবার (৭ অক্টোবর) সিনেমাটি দেশের হলে মুক্তি পেয়েছে। এবার মাহি ভক্তদের জন্য আছে নতুন খবর। আজ নিজেদের নতুন সিনেমাটি হলে দর্শক সারিতে বসে দেখবেন মাহি-আদর দুজনই♒।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আদর আজাদ ও শিপন মিত্র। শুক্রবার (৭ অক্টোবর) 🅠ছবিটি মু꧒ক্তি পেয়েছে। মুক্তির পর বেশ সাড়াও পাচ্ছে, জানিয়েছেন পরিচালক।

ছবির প্রচারণার অংশ হিসে💃বে শনিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় গাজীপুরের জয়দেবপুরে ঝুমুর হলে দর্শকদের সঙ্গে বসে ‘যাও পাখি বলো তারে’ সিনেমা🍌টি দেখবেন মাহি-আদর ও ছবির কলাকুশলীরা। এরপর সন্ধ্যায় যাবেন ময়মনসিংহের ছায়াবাণী হলে দর্শকদের অনুভূতি জানতে।

গ্রামীণ পটভূমিতে নির্মিত এ ছবিতে প্রেম, বিরহ ও বিচ্ছেদ মূল বিষয়বস্তু। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এ ছবির গল্প ও অভিনয় মন ভরিয়েছে দর্শকের। পাশাপাশি সিনেমার গানগুলো নি💦য়েও আলোচনা চলছে।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, “‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি আমার ক্যারিয়ারের সেরা একটি সিনেমা। ছবিটি সারা দেশে ৩০টির বেশি হলে মুক্তি পেয়ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚেছ। প্রায় সবগুলো হলেই প্রথমদিন ভালো সাড়া পেয়েছি আমরা। সিনেমার যে সুদিন বইছে আশা করি এ ছবিটিও সেই স্রোতের ধারাবাহিকতা বজায় রাখবে।”

ছবিতে মজনু চরিত্রে অভিনয় করা আদর আজাদ বলেন, “মুক্তির প্রথম দিনটি খুব ভালো গেছে। আশা করি প্রতিদিন দর্শক আরও বাড়বে। ছবির প্রচারণায় আমরা সরব থাকবো। আজ শনিবার যাচ্ছি গাজীপুরের ঝুমুর হলে, সন্ধ্যায় মꦉয়মনসিংহের ছায়াবাণী হলে যাব। গাজীপুরে দর্শকদের সঙ্গে বসে ‘যাও পাখি বলো তারে’ দেখব।”

মাহিয়া মাহি বলেন, “বিকেল ৩টার শো দেখতে জয়দেবপুরের ঝুমুর সিনেমা হলে যাবো। সেখানে দর্শকদের সঙ্গে বসে ‘যাও পাখি বলো তারে’ সিনে༒মা দেখবো, ইনশা আল্লাহ।”

ছবিটিতে মাহি, আদর ও শিপন ছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত, রেবেকা, মাহম💖ুদুল ইসলাম মিঠু, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ। এ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান।