জুটি বাঁধছেন শাকিব-পূজা!

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০২:১৯ পিএম

সরক🎃ারি অনুদানের ‘গলুই’ ছবিতে অভিনয় করতে চলেছেন শাকিব খান। এটা গত সপ্তাহের খবর। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন—সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও শোনা যাচ্ছিল, বরাবরের মতো শবনম বুবলী অভিনয় করবেন। তবে নতুন খবর হলো, এই ছবিতে চুক্তি♌বদ্ধ হয়েছেন পূজা চেরী।

শুক্রবার (২০ আগস্ট) পূজার জন্মদিন। রাতে সামাজিকಌ যোগাযোগ মাধ্যমে ছব꧂ির পরিচালক এস এ হক অলিক কয়েকটি ছবি পোস্ট করে পূজাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে।

জানা গেছে, সেদিন রাতে পরিচালক অলিক ‘গলুই’ লেখা একটি কেক নিয়👍ে পূজার বাসায় হাজির হয়েছিলেন। সেখানে কেক কাটার পাশাপাশি এই সিনেমায় পূজাকে চূড়ান্ত করা হয়।

এ প্রসঙ্গে পূজার কাছ♏ে জানতে চাইলে তౠিনি কোনো কথা বলতে রাজি হননি। অন্যদিকে পরিচালকও বিষয়টি এড়িয়ে গিয়েছেন। জানালেন, সময় হলে সবকিছু জানানো হবে।

ছ♔বির একটি সূত্র জানিয়েছে, এরইমধ্যে ছবির নায়ক হিসেবে শাকিব খানের সঙ্গে প্রাথমিকভাবে সবকিছু চূড়ান্ত হয়েছে। পাশাপাশি ন꧒ায়িকা হিসেবে পূজাকেও পছন্দের তালিকায় রয়েছে।