মুম্বাইয়ের জুহুতে টিউলিপ স্টার হোটেলের পুলসাইডে ‘নর্থ বম্বে সর্বজনীন’ বা মুখার্জিদের পূজায়🤡 বিজয়া দশমীর দিন সিঁদুর খেলায় মেতে উঠেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি ও কাজল দেবগন। এ ছাড়াও পূজা কমিটি ও মুখার্জি পরিবার সদস্যসহ অভিনয়ের জগৎ থেকে দেবী দুর্গাকে বরণ করতে এসেছিলেন তনুশ্রী দত্ত, অভিষেক সিং ও পল্লবী চট্টোপাধ্যায়রা।
মুখার্জি পরিবার থেকে জয় মুখার্জির﷽ ছেলে সুজয়, রানি মুখার্জির ভাই রাজা মুখার্জি, শশধর মুখার্জির তৃতীয় ছেলে দেব মুখার্জি, রণো মুখার্জির ছেলে সম্রাট মুখার্জি, মেয়ে সর্বাণী মুখার্জি, কাজলের বোন তানিশা, রানি মুখার্জির ভ্রাতুষ্পুত্রী জ্যোতি মুখার্জিরা দুর্গাকে 📖বরণ করতে আসেন।
পূজায় অভিনে🦄ত্রী কাজলকে ভিন্ন ভিন্নভাবে দেখা যায়। এরমধ্যে কখনো কাজল ঠাকুর বরণ করছেন, ঠাꦫকুর বরণ করে কখনো নেমে আসছেন, কখনো ছোট বোন তানিশার সঙ্গে কিংবা পূজা কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে সিঁদুরখেলায় মেতে উঠেছেন।
শুধু কাজল নয় অভিনেত্রী রানি মুখার্জিকেও ভিন্ন কাজ করতে দেখা যায়। তবে, উপস্থিত সংব🌊াদমাধ্যম কর্মীদের ম🙈িষ্টিমুখ করিয়েছেন রানি মুখার্জি।