এবার আসছে জয়ার ‘পেয়ারার সুবাস’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ১২:১৪ পিএম

নন্দিত নির্মাতা নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছিল। যাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জ✨নপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে নানান কারণে সিনেমাটি মুক্তি পায়নি।

এবার এলো সুখবর। সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছে ‘পেয়ারার সুবাস’। আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে  ꦛ;সিনেমাটি। এই তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ܫআলফা আইয়ের এমডি শাহরিয়ার শাকিল।

মঙ্গলবার (৪ অক্টোবর) শাহরিয়ার শাকিল বলেন, “আমরা আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে আগামী জানুয়ারিতে। সিনেমাটি দেখার জন্য দর্শক অনেকদিন ধরেই অপেক্ষা করছেন। এই সিনেমা দি🤡য়ে জয়া আহসান♏ আবারও বাজিমাত করবেন বলে আমাদের বিশ্বাস।’

নির্মাতা নুরুল আলম আতিকও সিনেমাটি মুক্তির বিষয় নিশ্চিত⛄ করেছেন। তিনি বলেছেন, “আমরা দর্শকের কাছে ‘পেয়ারার সুবাস’ পৌঁছে দিতে প্রস্তুত।”

বৈবাহিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পেয়ারার সুবꦑাস’। শুটিং হয়েছে সিরাজগঞ্জ ও পাবনায়। জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকেই।