অন্যগুলো থেকে ভিন্ন অভিজিতের ‘পূজামণ্ডপ’

তপন বকসি প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ০৭:৫০ পিএম

উত্তর মুম্বাই শহরতলিতে আন্ধেরি পশ্চিমে লোখন্ডওয়ালায় গায়ক অভিজিতের পূজা গত ২৬ বছর ধরে উদযাপন হচ্ছে। যা এ বছর ২৭ -এ পা রেখেছে। অভিজিতের এই পূজার নাম ‘লোখন্ডওয়ালা দুর্গোৎসব’। 
২০২০ সালে এই পূজার রজতজয়ন্তী (২৫ বছর) পূর্ণ হয়েছে। কিন্তু সেই  সময়ে করোনার দাপট থাকায় অল্প জায়গাꦺয় ও ছোট করে অডিটোরিয়ামের ভেতর অনাড়ম্বরভাবে পূজা উদযাপন করতে হ✤য়েছিল। তাই এ বছর আবার নতুন করে উদ্যমে ফিরে এলো ‘লোখন্ডওয়ালা দুর্গোৎসব’ বা ‘অভিজিতের পূজা’।

ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর প্রত্যেকদিন দেড় লাখেরও বেশি দর্শনার্থী বিভিন্ন জা𝓀য়গা থেকে বাঙালি-অবাঙালি নির্বিশেষে আসেন এখানে। অভিজিতের পূজায় প্রতিমা বিসর্জন দশমীর দিন হয় না, হয় একাদশীতে। শুধু ঠাকুর দেখতে আসা নয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশম🍌ী এই চার দিন সারি দিয়ে ভোগগ্রহণ করেন দেড় লাখ মানুষ।

সপ্তমী, অষ্টমী ও নবমীতে খিচুড়ি, লাবরা, বেগুনি ও মিষ্টি এবং দশমীর দিন দুপুরের ভোগে দর্শনার্থীদের জন্য থাকে পোলাও, লাবরা꧂, বেগুনি ও মিষ🔴্টি।

অভিজিতের পূজায় ঢাক ও ঢাকিদের বিশেষ ভূমিকা থাকে। এবারের পূজায় অন্যবারের মতোই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে এসেছেন ২১ জন ঢাকির একটি দল। দুপু🌜র ও সন্ধ্যা আরতির সময় ঢাকির দলের সবার হাতে ওঠে মাঙ্গলিক বোল। যে বাজনার সঙ্গে💛 শারদ উৎসবের আত্মিক যোগ।

অভিজিতের পূজায় এবারের প্রতিমা𝓀 উজ্জ্বল সোনা রঙের। মূল মণ্ডপের দুই পাশের কাপড়ের ওপর পোড়া মাটির ধুনুচি স▨ুসজ্জিত ঢাকের ছবি।

অভিজিতের পূজায় এবারও চার দিনের সঙ্গীতানুষ্ঠান, খাওয়ার জন্য ২০টি স্টল, বাংলার ঝালমুড়ি, মাটির ভাঁড়ের চা আর ফুচকার দোকান রাখা হয়েছে। অভিজিতের কথায়, ‘বাঙালিয়ানা🍒র মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের মজাই আলাদা।’