রাজনীতিতে আসা প্রসঙ্গে মুখ খুললেন নাগার্জুনা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০২:২৭ পিএম

ভারতের তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি। কোটি কোটি ভক্ত তার। বেশ কিছুদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে— রাজনীতিতে নাম লেখাতে চলেছেন এই অভিনেতা। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন🔯 তিনি।

নাগার্জুনা অভিনীত পরবর্তী সিনেমা ‘দ্য গোস্ট’। সম্প্রতি এই সিনেমার প্রচারের অংশ হিসেবে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন এই অভিনেতা। সেখানে রাজনীতিতে যোগদানের গুঞ্জন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এবারই প্রথম এই গুঞ্জন 🌃শুনছি তা নয়। এর আগেও রাজনীতিতে যোগদান নিয়ে নানা গুঞ্জন শুনেছি। গত ১৫ বছর ধরে এই ধরনের গুঞ্জন শুনছি। আমি এতে অভ্যস্ত হয়ে পড়েছি। এগুলোকে কোনো গুরুত্ব দিই না। আমি এগুলো এড়িয়ে চলি।”

সম্প্রতি গুঞ্জন চাউর হয়, লোকসভা নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন নাগার্জুনা। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনের সঙ্গে এই অভিনেতার বেশ সুসম্পর্ক। পারিবারিকভাবেও তারা বেশ ঘনিষ্ঠ। তাই বর্তমান মুখ্যমন্ত্রীর দলের হয়েই বিজয়বড়া আসন থেকে নির্বাচনে লড়বেন নাগার্জুনা𝕴। যদিও এই গুঞ্জনের আগুনে জল ঢাললেন তিনি।

এদিকে প্রবীণ সাত্তারু পরিচালিত ‘দ্য গোস্ট’ সিনেমাটি আগামী ৫ অক্টোবর মুক্তি পাবে। এতে নাগার্জুনাকে একজন 𒅌অবসরপ্রাপ্ত ‘র’ 💖এজেন্টের চরিত্রে দেখা যাবে। ২০ কোটি রুপি বাজেটের এই সিনেমাতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—সোনালি চৌহান, মনিষ চৌধুরী, রবি ভার্মা, জয় প্রকাশ প্রমুখ।