পূজায় দেশে থাকছেন না অপু বিশ্বাস

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ১২:৪৬ পিএম

বছর দুয়েক আগে (১৭ সেপ্টেম্বর, ২০২০) মাকে হারিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। চলছে হিন্দু ধর্মাবল꧙ম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূগাপুজা। তবে এবার পূজায় দেশে থাকছেন না এই নায়িকা। মায়ের আত্মার শান্তি কামনায় খুব শিগগিরই ভারতের বিহার রাজ্যের গয়াতে পিণ্ডিদান করতে যাবেন এ নায়িকা।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “আপনারা জানেন, আমার মা নেই। হিন্দুরীতি অনুযায়ী, আমি এবং আমার ভাই মায়ের আত্মার শান্তির জন🌠্য গয়াতে তার পিণ্ডিদান করতে যাবো। সেই সুবাদে এবারের পূজা আমার ইন্ডিয়াতেই দেখা হবে। সবাই আমার মা-বাবা, কাকার আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন।”

ঢালিউড কুইন আগেই জানিয়েছেন, আমার সারাজীဣবনের সেরা প্রাপ্তি মা। তুমি (মা) যেখানে থাকো, অনেক ভালো থেকো।

প্রযোজক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন অপু বিশ্বাস। গত শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় ‘লাল শাড়ি’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জান🅰িয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন নায়িকা।