জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান✃্ত হয়ে মারা গেলেন বলিউড অভিনেতা সালমান খানের ‘বডি ডাবল’ সাগর পান্ডে। তার বয়স হয়েছিল ৫০ বছর। সালমান খান নিজেই ইনস্টাগ্রামে সাগর পাণ্ডের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সাগরের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তার আত্মার শান্তি কামনা করেছেন।
শুক্রবার (৩০ সেপℱ্টেম্বর) মুম্বাইয়ে জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্থানীয় যোগেশ্বরীতে হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে ট্রমা কেয়ার মিউনিসিপ্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই সাগর পান্ডের মৃত্যু হয়েছিল।
‘টিউবলাইট’, ‘বজরঙ্গি ভ🎃াইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘দাবাং’র মতো জ🌊নপ্রিয় ছবিতে বলিউড ভাইজানের ‘বডি ডাবল’ হিসেবে কাজ করেছেন সাগর। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতেও বডি ডাবলের ভূমিকায় ছিলেন তিনি।
অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে উত্তরপ্রদেশ থেকে মুম্বাইয়ে পাড়ি জমালেও পড়ে সালমানের ‘বডি ডাবল’ বনে ডান সাগর পান্ডে। সালমা🥀নের প্রায় অর্ধশত ছবি🌺তে বডি ডাবলের ভূমিকায় ছিলেন তিনি।