সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আড়াই বছর পর সন্তান শ🌳েহজাদ খান বীরের ছবি প্রকাশ করেছেন জনপ্রিয় তারকা শাকিব খান ও বুবলী। এনিয়ে তুমুল আলোচনা চলছে নেটদুনিয়ায়। এদিকে এরইমধ্যে এই তারকা দম্পতি শনিবার (১ অক্টোবর) একসঙ্গে শুটিংয়ে ফিরছ🐠েন বলেও জানো গেছে।
‘লিডার-আমিই বাংলাদেশ’ নামের এই সিনেমার♑ একটি গানটির শুটিংয়ে ত꧟ারা অংশ নেবেন।
সিনেমাটি নির্মাণের সঙ্গে যুক্ত শীর্ষ পর্যায়ের একজন বলেন,🌜 “সিনেমার সব কাজ শেষ। শুধু একটি গানের শুটিং বাকি ꦯআছে। শুটিংয়ের সব প্রস্তুতি শেষ। শনিবার থেকে লিডার-আমিই বাংলাদেশ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান ও বুবলি।”
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শাকিব খানের লুক সেট করা হয়েছে। বৃহস্পতিবারই (২৯ সেপ্টেম্বর) গানটির জন্য বুবলির পোশাক ঠিক করা হয়েছে বলꦅেও জানান তিনি।
দেলোয়ার হোসেন দিলের গল্পে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়💖দ আশিক রহমান।
২০২১ সালের ২৫ মে শুরু হয়েছিল লিডার-আমিই বাংল🐓াদেশ সিনেমার শ꧋ুটিং। ওই বছরের ২৬ সেপ্টেম্বর ক্যামেরা ক্লোজ হয়েছিল।
এ বিষয়ে সিনেমাটির পরিচালক তপু খান জানান, লি🍰ডার’র সবকাজ শেষ। শুধু দুটি গানের শুটিং বাকি। গানের শুটিং হলে পুরোপুরি ক্যামেরা ক্লোজ হবে। ‘লিডার আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনতার ছবি। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান।