পূজাকে বিয়ের প্রস্তাব শাকিব খানের?

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০২:৫২ পিএম

ঢালিউডপাড়া জমে উঠেছিল সিনেমা মুক্তির ꦬমিছিলে। এই মিছিলের ভিড়ে অনেক দিন ধরেই ত💞ারকাদের ব্যক্তিগত বিষয়ে তেমন চর্চা ছিল না। কিন্তু হঠাৎ করে আবার শুরু হয়েছে চর্চা।

অপু বিশ্বাসের পর এবার শাকিব খানের সন্তানের মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে🐓ই শাকিব-বুবলীর সন্তানের ছবি নেট দুনিয়ায় ঘুরতে থাকে। এরপর শাকিব ও 🐟বুবলী দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে একই পোস্ট দিয়ে জানান তাদের সেই সন্তানের কথা।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাস💖পাতালে পুত্রসন্তানের জন্ম দেন বুবলী। সেই ছেলের নাম রাখা হয়েছে শেহজাদ খান। তাদের সন্তানের বয়স আড়াই বছর।

সন্তান জন্মের আড়াই বছর পর বিষয়টি কেন প্রকাশ্যে আনলেন নায়িকা বুবলী, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। সেই প্রশ্নের উত্তর খুঁজত༒ে গিয়ে শাকিব খানের সঙ্গে দেশের সিনেমার নবাগত এক নায়িকার সম্পর্কের খব💟র মিলেছে। সেই নায়িকার নাম পূজা চেরি।

সম্প্রতি শাকিব ও পূজা চেরি♊  জুটি🧔 বেঁধে অভিনয় করেন। সিনেমাটির শুটিংয়ের সুবাদে দীর্ঘদিন একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন তারা; তৈরি হয়েছে সখ্যতা। এরপরই সম্পর্কে জড়িয়েছেন তারা, এমনটাই দাবি করেছেন ঢাকাই সিনেমার এক প্রযোজক।

অনেকেই ধারণা করছেন পূজার সঙ্গে শাকিবের এই সখ্যতা মেনে নিতে পারেননি বুবলী। আর তাই কিছুটা রেগে গিয়েই ২৭ সেপ্টেম্বর বুবলী তার ভেরিফায়েড ফেস﷽বুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট ꦆকরেন।

শুধু তা-ই নয়, এই প্রযোজকের দাবি, শাকিবের পক্ষ থেকে পূজার বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠানো হয়েছিল। প্রযোজক আরও জানান, শাকিবের সঙ্গে পূজার ঘনিষ্ঠতা গলুই সিনেমার শুটিং থেকে। পূজা যে সম্প্রতি আমেরিকার ভিসা পেয়েছেন, সেটির পেছনে শাকিব খানের সাহাಞয্য রয়েছে বলে মন্তব্য কর🌄েন তিনি।

যদিও এ বিষয়ে পূজা চেরি বা শাকিব খানের কারোরই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ক🅘য়েক দিন ধরেই 🌄নিজেদের আড়ালে রেখেছেন শাকিব খান ও পূজা চেরি জুটি।