‘ব্রহ্মাস্ত্র’-এর সাফল্যের মূল স্রোতের শরিক হয়ে বলিউডের সিনেমা ব্যবসা ঘুরে দাঁড়িয়েছে। করোনার জেরে আড়াই বছরের খরা কাটিয়ে পরপর লাইনে দাঁড়িয়ে মাঝারি ও বড় মাপের বলিউড সিনেমাগুলো। ৩০ সেপ্টেম্বর রিলিজ করছে হৃতিক রোশন আর সাইফ আলী খানের ছবি ‘বিক্রম বেধা’। তার পরেই রয়েছে অক্ষয় কুমꦜারের ‘রাম সেতুꩲ’। বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’।
‘ব্রহ্মাস্ত্র ’-এর সাফল্য উদ্যাপনের মধ্যেই পরিচালক অয়ন মুখোপাধ্যায় ঘোষণা করেছেন ‘ব্রহ্মাস্ত্র’-এর দ্বিতীয় পর্বের কথা। 🍒 ‘ব্রহ্মাস্ত্র’-এর দ্বিতীয় পর্বে শিবার বাবা-মা, দেব-অমৃতার কাহিনি দেখানো হবে বলে ঠিক করেছেন ‘ব্রহ্মাস্ত্র’-এর পরিচালক।
প্রথমে শিবার বাবা ও মার ভূমিকায় রনবীর সিং ও দীপিকা পাড়ুকোনের নাম শোনা গিয়েছিল। কিন্🌺তু মুম্বাইয়ে ‘বিক্রম বেধা’-এর সাংবাদিক সম্মেলনের হৃতিক রোশনকে যখন প্রশ্ন করা হয়, আপনার আগামী ছবিগুলোর মধ্যে দীপিকা পাড়ুকোনের সঙ্গꦬে ‘ফাইটার’ ছাড়াও ‘দঙ্গল’-এর পরিচালক নিতেশ তিওয়ারির ‘রামায়ন’ রয়েছে। তারপরে কি ‘ব্রহ্মাস্ত্র’-এর পার্ট টুতে আপনি কাজ করছেন?
এ🥃ই প্রশ্নের উত্তরে হৃতিক রোশন জানান, ফাইটার, রামায়ণ, ‘কৃষ ফোর’ ছাড়াও আরও কিছু ভালো ছবির কথা হচ্ছে। অর্থাৎ ‘ব্রহ্মাস্ত্র:পার্ট টু’ নিয়ে হৃতিক রোশন কোনো না-বোধক কথা বলেননি।
সাংবাদিকদের সামনে ꧑ ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে হৃতিক রোশনের এই নীরবতাই তার সম্মতি বলে মনে করা হচ্ছে। ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান রিলিজ করার চার-পাঁচ দিন পরেই সান্তাক্রুজে হৃতিক রোশনের বাড়িতে ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু’ নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তারপরেই ‘বিক্রম বেধা’-এর সাংবাদিক সম্মেলনে হৃতিককে কাছে পেয়ে সাংবাদিকরা এই প্রশ্ন তোলেন।
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় রনবীর কাপুর এবং ‘রাবন’-এর ভূমিকায় অভিনয় করছেন হৃতিক রোশন। ২০২৩-এর এপ্রিল-মে মাসে নাগাদ ‘রামায়ণ’-এর শুটিং শুরু হওয়ার কথা। অন্যদিকে ‘ব্রহ্মাস্ত্র:পার্ট টু’ রিলিজ হওয়ার কথা পরিচালক অয়ন ইতিমধ্যেই ঘোষণা করেছেন ২০২৫ সালে।