গালি ও ধূমপানমুক্ত ‘হৃদিতা’: আনিসুল হক

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৬:৫১ পিএম

বাংলা সিনেমা মুক্তির মিছিলে যোগ দিতে যাচ্ছে আরও একটি সিনেমা। খ্যাতিমান কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে ‘হৃদিতা’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করেছেন পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। এই সিনেমার দুটি গান শুভমুক্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন ক♏রা হয়।

সেই অনুষ্ঠানে হাজির হয়ে আনিসুল হক বেশ কিছু বিষয়ে জোর দেন। আনিসুল হক বলেন, “হৃদিতা এমন একটি সিনেমা যে ছবিতে কোনো গালি নেই, কোনো গুলির শব্দ নেই, কোনো ধূমপানের ঘ𒐪টনা নেই।”

তিনি 🗹কথা বলতে বলতে সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘🌱হাওয়া’ ও ‘পরাণ’-এর প্রসঙ্গ টেনে বলেন, “সিনেমার পরিবেশ ফিরছে। হাওয়ার পরিচালক বুঝতেও পারেনি যে সিনেমা হিট হবে। কিন্তু একটি গান হিট হয়ে দৃশ্যপটই পাল্টে গেছে। ‘হৃদিতাও’ দর্শকের ভালো লাগবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা চেরি, এবিএম সুমন, মুন্নি সাহা, জ. ই মামুন, জনপ্রিয় ꧂সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ, ইমরান প্রমুখ।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানও পেয়েছিল সিনেমাটি। হৃদিতার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি এবং এবিএম সুমন।