সোনাক্ষী সিনহা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এই স্টার কিড প্রথম বলিউডে যাত্রা শুরু করেন সাল্লু ভাই অর্থাৎ সালমান খানের বিপরীতে কাজ করে। তার প্রথম সিনেমার নাম ছিলো দাবাং। দেখতে দেখতে এই অভিনেত্রী এক যুগ প💎ার করেছেন বলিউডে।
তার এই এক যুগ পূর্তি উপলক্ষে তিনি বলেন, ‘স🍨ত্যি বলতে কি, এই ১২ বছর কীভাবে কেটে গেল, জানা নেই। আমার কাছে সবকিছু কেমন যেন ঝাপসা।𒁃’
এদিকে অভিষেক সিনেমার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, ‘‘প্রথম ছবিতেই নায়িকা চরিত্রে সুযোগ পেয়েছি। তখনই রক্তের স্বাদ পেয়ে গেছি। প্রথম সিনেমার পর থেকেই অভিনেত্রী হিসেবে আত্মবিশ্বাসী ছিলাম। দর্শকও আমাকে খোলামনে স্বাগত জানিয়েছিলেন। আমার সামনে অনেকগুলো দরজা খুলে গিয়েছিলো। এখন আমি সেই সব চরিত্র লুফে নিই, যেগুলো চ্যালেঞ্জিং। স্বাচ্ছন্দ্যের বাইরে গিয়ে কাজ করতে নিজেকে ক্রমাগত উদ্বুদ্ধ করি। যেসব চরিত্র আগে করিনি, সেগুলো করতে বেশি আগ্রহী।’
দাবাং এর পর একে একে বেশ কিছু কাজ করেন এই অভিনেত্রী। যার বেশি ভাগ হয় দর্শকপ্রিয়। অভিনেত্রীর আসন্ন কাজগুলো নিয়ে বলেন, ‘‘সামনে আমাকে নানা বৈচিত্র্যময় চরিত্রে দেখা যাবে। ‘দহার’-এ পুল🤪িশের🌺 চরিত্রে অভিনয় দারুণ উপভোগ করেছি। এই সিনেমায় আমার চরিত্রটি খুব শক্তিশালী।’’
অভিনেত্রী আরও বলেন, ‘‘ভৌতিক-কমেডি ছবি কাকুডায় অভিনয় করেছি। ছবিতে এক ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। ভৌতিক ঘরানা সম্পর্কে অনেক কিছু শিখতে পে🌳রেছি। তবে ব্যক্তিগত জীবনে ভৌতিক ছবি দেখতে ভয় পাই। হাতে আছে ‘ডাবল এক্সএল’-এর মতো ছবি। এই ছবিতে দারুণ এক বার্তা আছে। সবাই এই ছবির মধ্যে নিজেকে খুঁজে পাবে। এভাবে আরও অনেক পথ চলতে চাই।’’
সোনাক্ষী সিনহার জন্ম ১৯৮৭ সালের ২ জুন। এই অভিনেত্রীর বেশ কিছু ব্যবসা সফল সিনেমা রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য- রাউডি রাঠোর, দাবাং ২। ২০১৩ সালে লুটেরা সিনেমায় অভিনয়ের দক্ষতার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন। তার ঝুলিতে আছে ফিল্মফেয়ারের মত সম্মানজনক পুরস্কার।