টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির প্রত্যেকের কাছে তিনি প্রিয় বুম্বাদা। তার ব্যবহারে মুগ্ধ কলকাতা💖য় ঘুরতে যাওয়া বাংলাদেশের অভিনয়শিল্পীরা। সম্প্রতি বাংলাদেশি শিল্পীদের নিয়ে নিজবাড়িতে রাতের খাবারের আয়োজন করেছিলেন বুম্বাদা।
প্রসেনজিতের বাড়িতে কাটানো মুহূর্তের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছোটপর্দার অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। ছবি দ🌱েখে বোঝা যাচ্ছে, পারিবারিক আবহে সময় কাটিয়েছেন তারা। তাদের মধ্যে রয়েছেন খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরী ও তার♎ স্ত্রী-পুত্র, তারকা দম্পতি ইন্তেখাব দিনার-বিজরী বরকতউল্লাহ, বৃন্দাবন দাস-শাহনাজ খুশি ও তাদের দুই পুত্র দিব্যজ্যোতি-সৌম্যজ্যোতি। এ ছাড়াও ছিলেন সৈয়দ আহমেদ শাওকী।
ছবি♚গুলো পোস্ট করে বিজরী বরকতউল♈্লাহ লিখেছেন, “একজন শিল্পীর বিনয় তাকে মানুষ হিসেবে অনেক উঁচুতে নিয়ে যায়। সেটি প্রমাণ করেছেন কলকাতার প্রথিতযশা জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বাদা)। তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ও বিনয়ে আমরা মুগ্ধ। তিনি রাতের খাবারের আয়োজন করেছিলেন তার বাড়িতে আমাদের জন্য, মানে বাংলাদেশের কিছু শিল্পীদের জন্য।”
অভিনেত্রী আরও লেখেন, “তার (প্রসেনজিৎ) বাড়ি🎃তে আমরা চমৎকার সময় কাটিয়েছি। ভীষণ পরিপাটি এব🔯ং শৈল্পিকতার ছোঁয়ায় পরিপূর্ণ এ বাড়িটির রয়েছে ঐতিহাসিক মর্যাদা। দারুণ সময় কাটালাম আমরা। চঞ্চল চৌধুরী, তোমাকে ধন্যবাদ এই উদ্যোগটি নেওয়ার জন্য।”