প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘পুলসিরাত‘ দেখবে সম্প্রতি মুক্𓆉তি পাওয়া আলোচিত সিনেমা ‘বিউটি সার্কাস’ টিম। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এ নাটকটি উপভোগ করবেন ‘বিউটি সার্কাস’র পরিচালক মাহমুদ দিদার, অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা ফেরদৌস আহমেদসহ সিনেমাটির পুরো টিম।
রোববার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানান পরিচালক মাহমুদ দিদার। তিনি বলেন, “‘বিউটি সার্কাস’ প্রচারে টিমসহ মঞ্চ নাটক দেখতে যাওয়ার এ অভিনব♕ উদ্যোগ নেওয়া হয়েছে। নাটক শেষে ‘বিউটি সার্কাস’ টিম নাটক ও চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের সঙ্গে আড্ডায় অংশ নেবে।”
ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির উপনꦓ্যাস ‘মেন ইন দ্য সান’ অবলম্বনে নাটকটি অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরূপ দিয়ে⛎ছেন মনিরুল ইসলাম রুবেল এবং নির্দেশনা দিয়েছেন কাজি তৌফিকুল ইসলাম ইমন।
‘পুলসিরাত’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম𝕴 জার্নাল, চেতনা রহমাꦛন ভাষা প্রমুখ। সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল, আলোক পরিকল্পনায় বাবর খাদেম।