খাবার খেয়ে ‘ফুড কোমায়’ কারিনা কাপুর

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ১২:০৩ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। প্রায়ই একসঙ্গে আড্ডা দিতে দেখা যায় কারিনা কাপুর ও কারিশমা কাপুরকে। কেবল দুই বোনই নয়, তাদের আড্ডা দেওয়ার একটি দলও রয়েছে। এই দলে রয়েছেন মালাইকা অরোরা, অমৃতা অরোরা ও নাতাশা পুনাওয়ালা। কখনো কখনো তারা একসঙ্গে ঘুরতে বের হ🔯ন। আর সেই আনন্দের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

এবার এমনই কিছু ছবি শেয়ার করেছেন কারিনা। যার ক🅠্যাপশনে তিনি হিন্দিতে বেশ কিছু খাবারের নাম লিখেছেন। যে খাবারের🍒 স্বাদে না কি তিনি মুগ্ধ।

কারিনা জানিয়েছেন, এই খাবার খেয়ে তিনি ‘ফুড কোমা’য় চলে ಌগিয়েছিলেন। কি এম𒐪ন স্বাদ খাবারের যে তিনি ‘ফুড কোমা’য় যান?

আসলে সম্প্রতি বো𓂃ন কারিশমাকে নিয়ে বন্ধু এবং পুষ্টিবিদ 🌸রুজুতা দিওয়েকারের বাড়ি গিয়েছিলেন কারিনা। সেখানে তিনি দুপুরের খাবার খান।

রুজুতা বাড়িতেই কারিনার জন্য মহারাষ্ট্রের কিছু খাবার রান্না করেছিলেন। সে খাবারে ছিল রুটি অম্বারি ভাজি, কুমড়ো ভর্তাসহ আরও কয়েকটি 𒊎পদ। এগুলো না কি বেশ স🎶ুস্বাদু ছিল। যা বলিউড অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।