মহালয়ায় অঙ্কুশের চমক ‘ওগো বিদেশিনী’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ১১:৫৭ এএম

‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী…’ রবি ঠাকুরের এই গানেꦡর সঙ্গে পরিচিত না এমন কেউ নেই। এবার গানটির শব্দ দিয়ে তৈরি হয়েছে বাংলা সিনেমার নাম। এতে অভিনয় করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা।

রোববার (২৫ সেপ্টেম্বর) মহালয়ার সকালে আসছে পরিচালক অংশুমান প্রত্যুষের নতুন সিনেমার 🐭প্রথম ঝলক। সিনেমাটির নাম ‘ওগো বিদেশিনী’। নায়িকা একজন বিদেশি।

নাম জানা না গেলেও অঙ্ꦡকুশের নায়িকা হিসেবে এই বিদেশিকেই দেখবেন দর্শক। দেবীপক্ষের সূচনায় নতুন অভিনেত্রীর অভিষেক হতে চলে��ছে টালিপাড়ায়।

চলতি বছরে লন্ডনে বেশ কয়েকটি সিনেমার শুটিং সেরে কলকাতায় ফিরেছেন অঙ্কুশ, ঐন্দ্রিলাসহ আরও অনেকে। যেগুলোর মধ্যে এই ‘ওগো বিদেশিনী’ অন্যতম।