কোটি টাকার ফ্ল্যাট বিক্রি করলেন অক্ষয়!

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ১০:৪১ এএম

জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বক্স অফিসে খুব একটা ভালো সময় কাটছে না তার। এরই মধ্যে শোনা যাচ্ছে, তার একটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন এই ꦦঅভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় অবস্থিত ফ্ল্যাটটি বিক্রি করেছ🌊েন অক্ষয়। ১ হাজার ২৮১ বর্গ ফুটের ফ্ল্যাটটি তার কাছ থেকে কিনেছেন সংগীত পরিচালক ডাবু মালিক। অক্ষয় ২০১৭ সালে প্রায় ৪.১২ কোটি রুপিতে এটি কিনেছিলেন। এরপর গত আগস্টে ডাবু মালিকের কাছে তা বিক্রি করেন। প্রায় ৬ কোটি রুপির বিনিময়ে ফ্ল্যাটটি বিক্রি করেছেন বলিউডের ‘খ𒊎িলাড়ি’। তবে হঠাৎ কী কারণে এই অভিনেতা ফ্ল্যাটটি বিক্রি করলে তা জানান যায়নি।

বর্তমানে বলিউডের সবচেয়ে বেশি আয় করা তারকাদের একজন অক্ষয় কুমার। চলতি বছর টানা পঞ্চমবার ভারতের বিনোদন দুনিয়ায় সর্বোচ্চ করদাতা হয়েছেন তিনি। এজন্য তাকে আয়কর বিভাগের কাছ থেকে একটဣি সম্মান স্মাღরকও প্রদান করা হয়েছে।

অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তি🐠প্রাপ্ত সিনেমা ‘কাঠপুতলি’। এছাড়া ‘ওএমজি টু’, ‘রাম সেতু’, ‘বড়ে মিয়া ছোট মিয়া’, ‘সেলফি’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।