সিনেমাটিক স্টাইলে বাগদান হলো আমির কন্যার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০২:৩৭ পিএম

বলিউড সুপারস্টার আমির খান।ꦍ এখনো তিনি নায়ক চরিত্রে অভিনয় করে বলিউড মাতাচ্ছেন। তার বয়স কিন্তু কম হয়নি। কিন্তু তা বোঝার উপায় নেই ফ🌄িটনেসের কারণে।

এই স𝄹ুপারস্টারের মেয়ে ইরা খান। সম্প্রতি আমির কন্যার বাগদান হয়েছে প্রেমিক নূপুর শিখারের সঙ্গে।

আমির-কন্যার বাগ𒉰দানে তেমন কোনো লুকোচুরি ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাগদানের তথ্য জানিয়ে দিয়েছেন ইরা খান। সঙ্গে শেয়ার করেছেন একটি ভিডিও। সেখানে দেখা যায়, রীতিমতো সিনেমাটিক কায়দায় ইরা ও নূপুরের বাগদ🅷ান হয়েছে।

একটি সাইকেলিং প্রতিযোগিতায় ছিলেন নূপুর শিখারে। সেখানে যান ইরা খান। সে সময় শিখারে ইরার সামনে এসে হাঁটু গেড়ে বসে তাকে ভালোবাসার কথা জানান। সেই প্রস্তাবে রাজি হয়ে ইরা বললেন, ‘হ্যাঁ।’ তারপরই ইরার আঙুলে আংটি পরিয়ে দেন শিখারে। এ সময় আশপꦯাশের সবই হাততালি দিয়ে তাদের শুভেচ্ছা জানান।

২০২০ সালে সম্পর্কে জড়ান ইরা ও শিখারে। তখন প্রায় সামাজিক যোগাযোগমাধ্যম তারা▨ ছবি শেয়ার করতেন। ইরা আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে।