অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন ঘিরে ধরেছে ভারতীয় সিনেমা ও নাট্য ইন্ডাস্ট্রিকে। একের পর এক ঘটছে রহস্যময় মৃত্যু। এবার সেই তালিকায় যোগ হলো দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দীপার নাম। দীপা না🧸মের থেকেও পলিন জেসিকা নামেই তিনি বেশি পরিচিত ছিলেন।
রোববার (১৮ সেপ্টেম্বর) চেন্নাইয়ের বাইরুগামবাকামের একটি ফ্ল্যাট থেকে দীপার ঝুলন্ত মরদেহ উদ্ধার ♍করেছে পুলিশ। ২৯ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
এই অভিনেত্রী চেন্নাইয়ের মালিকাই অ্যাভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্টে বেশ কয়েক দিন ধরে একা থাকছিলেন। দীর্ঘসময় ফোন না ধরায় তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তারা দীপার এক বান্ধবীকে বাসায় পাঠালে তিনিই দীপার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে দীপার মরদেহ উদ𝓡্ধার করে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীপার মরদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তাতে জানা যায়, প্রেমঘটিত কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেন। পুলিশ এ ঘটনার🥀 তদন্🐎ত করছে।
দক্ষিণের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন দীপা। সম্প্রতি তামিল ভাষার ‘বাইথা’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান এ অভিনেত্রী।