অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি একসময় পর্দায় ছিলেন নিয়মিত। কিন্তু এখন তেমন ▨একটা দেখা যায় না। তার অভিনীত ‘লাল মোরগের ঝুঁꦜটি’ সিনেমাটি মুক্তি পেয়েছিল গত বছর। দীর্ঘ এক বছর বিরতির পর পর্দায় ফিরছেন মিষ্টি চেহারার এই অভিনেত্রী।
জ্যোতিকা জ্যোতি নতুন সিনেমার নাম ও গল্প এখনই স🔯ামনে আনেননি। কিন্তু এই সিনেমার প্রধান চরিত্র যে তিনি করছেন, তা নিশ্চিত করেছেন।
অভিনেত্রী জানান, “আপাতত চলচ্চিত্রটির নাম বলা বারণ, সব ঠিকঠাক থাকলে এটি হবে আমার ১২তম চলচ্চিত্র। আমার বাকি সব চলচ্চিত্রের মতো এটিও আপন꧒াদের পছন্দ ও প্রশংসার দাবিদার হবে বলেই আমার বিশ্বাস। শিগগিরই বিস্তারিত জানাব।”
২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম সিনেমা ‘আয়না’ মুক্তি পায়। এরপর তিনি বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ✨‘রাবেয়া’ সিনেমায় অভিনয় করেꩵছিলেন।
পরে জ্যোতি অভিনীত তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’ ও আজাদ কালামের ‘বেদেনী’ চলচ্চিত🎃্র দুটি মুক্তি পায়। জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ছিল ‘ব্রেকআপ’।
বর্তমান ত🃏ার হাতে রয়েছে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ নামে আরও একটি চলচ্চ💙িত্র।