দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষꦜে ‘বিউটি সার্কাস’ সিনেমার নতুন ঝলক সামনে এলো। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে প্রকাশ হয়েছে ‘বিউটি সার্কাস’-এর ট্রেলার। যেখানে সিনেমার চুম্বক অংশ উঠে এসেছে।
ট্রেলারে দেখা গেছে সেইসব দৃশ্য, যা বাংলা চলচ্চিত্রে আগে কখনো দেখেনি দর্শক। দেশের আবহমান সার্কাস শিল্প নিয়ে মাহমুদ দিদার নির্মিত সিনেমাট♎ি পর্দায় যেন ফিরিয়ে আনতে চলেছে সেই আনন্দযজ্ঞ। যেখানে থাকছে চিরায়ত সার্কাসের দুর্ধর্ষ সব পারফ🎀রম্যান্স।
এ চলচ্চিত্রের মধ্য দিয়ে সার্কাসকন্যা বিউটি হয়ে বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এই দলের অধিপতি তিনি। সার🥃্কাসের বিভিন্ন কঠিন সব পারফরম্যান্স এ অংশ নিতে দেখা গেছে জয়াকে। এক হাতে দড়ি ধরে উড়তে দেখা গেছে অনেক উঁচুতে, জাদুময়ী ভঙ্গিতে হাজার হাজার দর্শকের করতালিতে🍷 পায়রা উড়িয়ে উপস্থিত হতেও দেখা গেছে সার্কাসের প্রধান আকর্ষণরূপে। হঠাৎ শোনা যায়- মেলা বন্ধ! খুন হয় কেউ!
কে এই কালো হাত? খলনায়ক হয়ে ধর্মের লেবাসে ভয়ংকর রূপে দুটি চরিত্রে হাজির হয়েছেন গাজী রাকায়েত ও শতাব্দী ওয়াদুদ। পুড়ে যাওয়া সার্কাসের আগুনের লেলিহান শিখার সাম𓂃নে বসে থাকতে দেখা গেল অগ্নিকন্যা বিউটিকে। যে শুধু সার্কাসের খেলায় পারদর্শী নয়, রক্তাক্ত এক ইতিহাসের সাক্ষ্য দিতে হাজির হয়েছেন এ গল্পে।
তিন প্রতাপশালী তৌকির, ফেরদৌস আর এবিএম সুমনের ভিন্ন๊ ভিন্ন লুক আর ডায়লগে ইতিমধ্যেই মুগ্ধ নেটিজেনরা। প্রশংসায় ভাসাচ্ছেন বিউটি সার্কাসকে।
২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান পেয়েছিলো ‘বিউটি সার্কাস’। সিনেমাটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, হুমায়ূন সাধু প্রমুখ। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি।