‘ব্রহ্মাস্ত্র’-এর পরিচালককে কটাক্ষ করলেন কঙ্গনা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০১:০৯ পিএম

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা লক্ষ করা যাচ্ছে। বিশ্বব্যাপী ৮ হাজার ৯১৩টি হলে মুক্তি পেয়েছে এই ছবি। দিল্লি থেকে মুম্বাই, এমনকি কলকাতায়ও এই ছবি দেখতে দর্শকদের ঢল নেমেছে হলে। এসবের মধ্যেই ব্রহ্মাস্ত্র ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ওপর খেপলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

কঙ্গনা নিজের সোশ্যাল মিডিয়ায় অয়নকে নিয়ে ক♚রেছেন বিস্ফোরক মন্তব্য। লিখেছেন, “যারা অয়ন মুখোপাধ্যায়কে জিনিয়াস ভাবছেন, তাদের জেলে ঢোকানো উচিত।”

কঙ্গনা আরও লিখেছেন, “অয়ন ১২ বছর নিয়েছে একটা ছবি তৈরি করতে। প্রায় ৪০০ দি🥃ন ধরে শুট করেছে এই ছবি। শুধু তা-ই নয়, তিনি প্রায় ১৪টা ডিওপি ও ৮৫টা সহকারী পরিচালককে বদলেছেন। ৬০০ কোটি টা⭕কা ভস্মে ঢেলেছেন।”

এখানেই থেমে যাননি অভিনেত্রী।🌼 তিনি আরও লিখেছেন, “অয়ন মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। এই ছবির নাম হওয়ার কথা ছিল জাললউদ্দিন রুমি, কিন্তু বাহুবলীর সাফল্যের পর শিবা নাম রাখে প্রধান চরিত্রে। এতটাই সুবিধাভোগী এরা🐠। তবে অয়ন ভালোই স্ট্র্যাটেজি নিয়েছেন।”