এফডিসিতে কাদির মোল্লার জন্য দোয়া

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২, ০৭:১৬ পিএম

বিএফডিসির কেন্দ্রীয় জামে মসজিদের অর্থদাতা কারী নরসিংদীর সন্তান দানবীর আবদুল কাদির মোল্লার সুস্থতা কামনা করে🍌 বিএফডিসি কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিএফডিসির কেন্দ্রীয় জামে মসজিদের ভেꦺতরে এই দোয়া 🌼মাহফিল অনিুষ্ঠত হয়।

এ দোয়𝔉া মাহফিলে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি জনপ্রিয় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন, প্রযোজক সমিꦏতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, প্রযোজক বিপ্লব শরীফ সহ শিল্পী ও কলাকৌশলীরা।

মিলাদ অনুষ্ঠানে মসজিদটি নির্মানের সমন্বয়কারী অভিনেতা সনি রহমান কাদির মোল্লার জন্য দেশের🐻 সর্বস্তরের সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, “প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এ মসজিদটি। কাদির মোল্লার অর্থায়নে সারা দেশে প্রায় ২ শতাধিকের ওপরে মসজিদ ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। দানবীর এই মানুষটির সুস্বাস্থ্য কামনা করি।”