মানুষ ঠিক ততক্ষণ পাশে থাকে, যতক্ষণ তার দরকার: ভাবনা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২, ০৩:৫৫ পিএম

বাংলা নাটক ও সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোট ও বড় পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ সরব থাকেন এই অভিনেত্রী। 
ভক্তদের সঙ্গে শেয়ার করেন, নিজের বিভিন্ন সময়ে তোলা ছবি থ𝓀েকে শুরু করে নিজের মনের কথাও। তার চিন্তনের সঙ্গে অনেক সময় বৈরিতা ঘটে নেটিজনদের, আবার মিলও।

সম্প্রতি ভাবনা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, “মানুষ ঠিক ততক্ষণ পাশে থাকে, য꧅তক্ষণ তার দরকার। তাই দরকারি হওয়া জরুরি।”

তবে কী কারণে এমন অনুভূতি ব্যক্ত করলেন, তা জানাননি এই অভিনেত্রী। নেটিজেনদের অনেক🅰ে তার চিন্তার সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করেছেন। এ তালিকায়⛄ রয়েছেন চিত্রনায়িকা বর্ষা। সহমত পোষণ করে তিনি লিখেন—“ভাবনা, এটি চিরন্তন সত্য।”

ইদানীং অভিনয়ের পাশাপাশি ছবি আঁকায় বেশ সময় ব্যয় করছেন ভাবনা। সম্প্রতি বেশ কিছু ছবি এঁকেছেন তিনি। বিশেষ করে তার ভাবনায় মাতৃত্বের বিষয়টি বেশি প্রাধান্য পাচ্ছে। তার ইনস্টাগ্রাম ঘুরে অন্তত তেমনটাই দেখা যায়। তারඣ রংতুলিতে নারী, মাতৃত্বের বিষয় ফোটে ওঠার কারণ জানা যায়নি।

‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান ভাবনা। অনিমেষ আইচ পরিচালিত এ সিনেমা ২০২০ সালে মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি। ভাবনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। এটি পরিচালনা করেন নূরুল আলম আতিক। সম্প্রতি ‘দামপাড়া’ সিনেমার শুটিং শেষ করলেন তিনি। এটি পরিচালনা করছেন শুদ্ধমান চৈতন।