চার বছ💎রের প্রেমের সম্পর্কের ইতি টানলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও মডেল ক্যামিলা মরোনে।
পিপল অনলাইনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ক্🍌যামিলার ২৫তম জন্মদিনের কিছুদিন পরই বিচ্ছেদ হয়েছে তাদের।
এ জুটি তাদের সম্পর্ক নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছিলেন। তাদের সম্পর্কের বিষয়টি প্রথཧম জানাজানি হয় ২০২০ সালের অস্কার অনুষ্ঠানে। তবে কী কারণে তারা আলাদা হয়েছেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
পিপলের প্রতিবেদনে আরও বলা হয়, শান্তিপূর্ণভাবে সম্পর্কের ইতি টানেন তারা। তাদের মধ্যে কোনো রকমের ঝামেলা🌳 হয়নি।
২০১৯ সালের পিপলের এক প্রতি💙বেদন থেকে জানা যায়, ‘টাইটানিক’খ্যাত অভিনেতা ডিক্যাপ্রিও প্রেমিকা ক্যামিলাকে নিজের পরিবারের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন।
সম্পর্ক ভেঙে যাওয়ার পর মায়ের সঙ্গে থাকছেন ক্যামিলা। অভিনেত্রীকে এবার দেখা যাবে প্রাইম ভিডিওতে, সিরিজ ‘ডেইজি জোনস’ এবং ‘দ্য সিক্স’-এ। অন্যদিকে লিওনার্দো ডিক্যাপ্রিওকে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমায় দেখা যাবে।