ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির আলোচিত-সমালোচিত প্রযোজক ও নায়ক অনন্ত জলিল। এবারের কোরবানির ঈদে মুক্তি পায় তার সিনেমা ‘দিন: দ্য ডে’ꦛ। যা মুক্তির পর কম জল ঘোলা হয়নি। এখনো চলছে নানা আলোচনা-সমালোচনা। এরই মধ্যে অনন্তর নতুন সিনেমা আসছে বলে শোনা যাচ্ছে।
‘কিল হিম’ নামের নতুন সেই সিনেমায় অভিনয় করছেন অনন্ত। তার বিপরীতে বরাবরের মত থাকেছেন অনন্তর বাস্তব জীবনের সহধর্মিণী চিত্রনায়িকা বর্ষ🌟া। সিনেমাটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল।
অনন্ত জলিল বলেন, ‘‘এই সিনেমায় একজন অভিনেতা হিসেবে অভিনয় করছি এইটুকু শুধু জানি। সিনেমায় শুধু অভিনয়ের বিষয়ে প্রযোজকের 𓂃সঙ্গে আমার চুক্তি হয়েছে। যেহেতু অন্যের সিনেমা এটা নিয়ে আর কিছু বলতে পারছিনা। যেদিন প্রযোজক বিস্তারিত জান🍌াবেন সব জানতে পারবেন।’’
এছাড়াও শোনা যাচ্ছে, ৩ সেপ্টেম্বর অনন্ত একাধিক সিনেমার ঘোষণা দিবেন। ‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করবেন জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদা🐲গর।
এদিকে দীর্ঘ ৮ বছর পর পবিত্র ঈদুল আজহায় `দিন : দ্য ডে` সিনেমার মাধ্যমে প্রে🔯ক্ষাগৃไহে ফেরেন অনন্ত জলিল।