প্রয়াত সত্যজিৎ রায়ের বহুল প্রশংসিত চরিত্র ‘সোমনাথ’ (প্রদীপ মুখোপাধ্যায়)। ‘জন অরণ্য’ ছবিতে তার অনবদ্য অভিনয় সবার মনে এখনো তাজা। সোমবার (২🐬৮ আগস্ট) সকালে জীবনাবসান হয় এ গুণী অভিনেতার। সম্প্রতি ফুসফুসে সংক্রমণ নিয়ে নাগেরবাজারের দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যাল হাসপাতালে ভর্তি ছিলেন প্রদীপ মুখ🌟োপাধ্যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ফুসফুসে গুরুতর সংক্রমণ ধরা পড়েছিল গুণী এ অভিনেতার। গত ২২ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রোববারে শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল ‘জন অরণ্য’-এর ‘সোমনাথ’-কে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার সকা🌞লে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
কিছুদিন আগেও পরিচালক নির্মল চক্রবর্তীর ছবিতে কাজ করছিলেন অভিনেতা। সিনেমার নাম ‘দত্তা’। ওই সিনেমার শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন প্রদীপ মুখোপাধ্যায়। এরপরেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টালিউডে।