হলিউডের কালজয়ী অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটন গত বৃহস্পতিবার (১৮ আ𒁃গস্ট) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। জর্জিয়ার অ্যালবানির এক বৃদ্ধাশ্রমে অভিনেত্রী শেষনিশ্বাস ত্যগ করেন। খবরটি নিশ্চিত করেছে ম্যাথিউজ ফিউনারেল হোম।
‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ সিনেমায় ভার্জিনিয়া প্যাটনের চরিত্রটির নাম ছিল ‘রুথ ডাকিﷺন বাইলি।’ এ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
ইটস আ ওয়ান্ডাဣরফুল লাইফ ছাড়াও ভার্জিনিয়া প্যাটন অভিনয় করেছিলেন থ্যাংক ইওর লাকি স্টারস (১৯৪৩), জ্যানি (১৯৪৪), হলিউড ক্যানটিন (১৯৪৪) ও দ্য হর্ন ব্লোজ অ্যাট মিডনাইট (১৯৪৫) সিনেমায়।